বিজ্ঞান যখন বলে, পৃথিবীর বুকে প্রথম প্রাণসৃষ্টি হয়েছিল জলে ― তখন তা আপনি বিশ্বাস করেন।• কিন্তু # হিন্দু ধর্ম যখন বলে সৃষ্টির দেবতা ব্রহ্মদেবেরআবির্ভাব হয়েছিল জলে ― তখন তা আপনি বিশ্বাসকরেন না।বিজ্ঞান যখন বলে, পৃথিবীতে প্রাণী জগতের বিবর্তনহয় জলজ প্রাণী থেকে > উভচর থেকে > স্থলজ থেকে >চতুষ্পদ তৃণভোজি থেকে > মাংশাসি থেকে >দ্বীপদি প্রাণীতে ― তখন তা আপনি বিশ্বাস করেন।• অথচ হিন্দু ধর্ম যখন মত্স > কূর্মা > বরাহ > নৃসিংহেরকথা বলে ― তখন তা আপনি বিশ্বাস করেন না।বিজ্ঞান যখন দেখায়, মানুষের মস্তিষ্কে দুটি চোখেরমাঝখানে পিনিয়াল নামক এক গ্রন্থি আছে ― তখনতা আপনি বিশ্বাস করেন।• অথচ হিন্দু ধর্ম যখন দেখায়, শিবের কপালে তৃতীয় নয়নআছে ― তখন তা আপনি বিশ্বাস করেন না।বিজ্ঞান যখন, অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট, সার্জারিরকথা বলে ― তখন তা আপনি বিশ্বাস করেন।• অথচ হিন্দু ধর্ম যখন গণেশেরকাটা মাথা জোড়া দেওয়ার কাহিনী বলে ― তখনতা আপনি বিশ্বাস করেন না।বিজ্ঞান যখন অ্যাটোমিক ওয়েপন, নিউক্লিয়ার ওয়েপননামক ভয়ঙ্কর অস্ত্রের কথা বলে ― তখনতা আপনি বিশ্বাস করেন।• কিন্তু হিন্দু ধর্ম যখন আপনাকে ব্রহ্মাস্ত্র,পশুপাতাস্ত্রের মত ধ্বংসাত্বক অস্ত্রের কথা বলে ―তখন তা আপনি বিশ্বাস করেন না।হায়রে সমাজ, মানুষ সেই কুসংস্কারাচ্ছন্ন আদিম যুগেইপড়ে রয়েছে, এদের জীবনে এখনও সনাতন নামকবিজ্ঞানের ছোঁয়া লাগেনি! এদের প্রত্যেককেই হিন্দুধর্মের ঘরে ফেরাতে হবে। জয় সনাতন।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment