Palah Biswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

what mujib said

Jyothi Basu Is Dead

Unflinching Left firm on nuke deal

Jyoti Basu's Address on the Lok Sabha Elections 2009

Basu expresses shock over poll debacle

Jyoti Basu: The Pragmatist

Dr.BR Ambedkar

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin Babu and basanti Devi were living

"The Day India Burned"--A Documentary On Partition Part-1/9

Partition

Partition of India - refugees displaced by the partition

Saturday, July 27, 2013

ভারতরত্ন-মন্তব্যে ক্ষমা চেয়েও অমর্ত্যের তত্ত্ব নিয়ে প্রশ্ন চন্দনের

ভারতরত্ন-মন্তব্যে ক্ষমা চেয়েও অমর্ত্যের তত্ত্ব নিয়ে প্রশ্ন চন্দনের

ভারতরত্ন-মন্তব্যে ক্ষমা চেয়েও অমর্ত্যের তত্ত্ব নিয়ে প্রশ্ন চন্দনের
নয়াদিল্লি: মন্তব্য-পাল্টা মন্তব্যের তরজা থেকে জন্ম নিচ্ছে নিত্য নতুন বিতর্ক৷
অর্থনীতিবিদ অর্মত্য সেনের ভারতরত্ন কেড়ে নেওয়া সংক্রান্ত মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করলেও নিজের অবস্থান থেকে সরলেন না বিজেপি নেতা চন্দন মিত্র৷ শুক্রবার এক বেসরকারি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍কারে তাঁর বক্তব্য, 'মনে হয়, একটু বাড়িয়েই বলে ফেলেছি৷ অর্মত্য সেনের থেকে ভারতরত্ন কেড়ে নেওয়ার কথা বলায় আমি দুঃখিত৷' তবে, এ জন্য টুইট তুলে নেবেন না বলেও জানিয়েছেনএইবিজেপিনেতা৷ভারতরত্নকেড়েনেওয়ারকথাটিছাড়াটুইটেরঅন্যান্যমন্তব্যেরজন্যদুঃখিতনন বলে জানিয়েচন্দনমিত্রেরমন্তব্য,'টুইটেরবক্তব্যএকান্তইআমারব্যক্তিগত, তাদলেরবক্তব্য নয়৷' 

তবে, দুঃখপ্রকাশেই শেষ নয়৷ এ বার তিনি প্রশ্ন তুলেছেন অমর্ত্য সেনের অর্থনীতির তত্ত্ব নিয়ে৷ অমর্ত্য সেনের তত্ত্বকে চ্যালেঞ্জ করে তাঁর দাবি, 'আমি একজন বাঙালি৷ অর্থনীতি আমিও পড়েছি৷ আমার মনে হয়তাঁরতত্ত্ব এখন প্রাসঙ্গিকতাহারিয়েছে এবং তাবাতিলহওয়াইউচিত৷' 

বিতর্কের সূত্রপাত অমর্ত্য সেনের মোদী সংক্রান্ত মন্তব্য নিয়ে৷ নোবেল জয়ী এই অর্থনীতিবিদ এক সাক্ষাত্‍কারে জানিয়েছিলেন, মোদী ধর্ম নিরপেক্ষ নন বলেই তাঁকে ভারতের প্রধানমন্ত্রী পদে দেখতে চান নাতিনি৷এইমন্তব্যেরবিরুদ্ধেবিজেপিনেতাচন্দনমিত্রটুইটকরেছিলেন, 'এনডিএক্ষমতায় এলেঅমর্ত্যসেনেরভারতরত্নকেড়েনেওয়াউচিত৷'টুইটেরপ্রতিক্রিয়াদিতেদেরিকরেননিঅর্থনীতিবিদ৷ জানিয়েছিলেন, অটলবিহারীবাজপেয়ীতাঁরহাতেপুরস্কারতুলেদিয়েছিলেন৷ তাই বাজপেয়ীচাইলেভারতরত্নফিরিয়েদেবেনতিনি৷ 

চন্দন মিত্রের মন্তব্য নিয়ে জলঘোলা শুরু হতেই শুক্রবার তড়িঘড়ি তাঁর এই ক্ষমাপ্রার্থনা৷ কিন্ত্ত রাজনীতিতে অমর্ত্য সেনের মতো অর্থনীতিবিদের মাথা ঘামানো নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি৷ বলেন, 'রাজনীতিরব্যাপারেতাঁরমাথাঘামানোউচিত নয়৷তিনিকংগ্রেসেরনীতিসমর্থনকরতেইপারেন, কিন্ত্তবিজেপিরব্যাপারেতিনিযেমন্তব্যকরেছেন, তাঁর মতো একজনব্যক্তিত্বের কাছ থেকেএটা কাম্য নয়৷' 

একই কথার প্রতিধ্বনি শোনা গিয়েছে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের গলায়৷ শিবসেনার দলীয় মুখপত্র 'সামনা'য় উদ্ধবের মন্তব্য, 'অমর্ত্য সেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক জন অর্থনীতিবিদ৷ তাঁর থেকে ভারতরত্নকেড়েনেওয়ারদাবিকখনইমেনেনেওয়া যায় না, কিন্ত্ততাঁর মতোএকজনঅর্থনীতিবিদেরওরাজনীতিতে নাক গলানোউচিত নয়৷' 

মোদী প্রশ্নেও অমর্ত্য সেনকে এক হাত নিয়েছেন উদ্ধব৷ তাঁর ব্যাঙ্গাত্মক মন্তব্য, 'অর্মত্য সেন এক জন অর্থনীতিবিদ হয়ে এই দরিদ্র দেশের জন্য কী করছেন? দেশের অর্থনীতি এখন বেহাল, মুদ্রাস্ফীতির সমস্যা বেড়েইচলেছে, পাল্লাদিয়েবাড়ছেদারিদ্র্যও৷ এসব তোমোদীকরেননি৷অমর্ত্য সেন কেনএরসমাধানকরতেপারছেননা!' 

ভিসা প্রশ্নেও মোদীর পাশে দাঁড়িয়েছেন শিবসেনা প্রধান৷ তাঁর বক্তব্য, 'কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতাদের ভিসা দিচ্ছে আমেরিকা৷ পাকিস্তান তো সন্ত্রাসবাদের ডেরা, তবু সেখানকার রাজনীতিকদেরও ভিসা দেওয়াহচ্ছে৷ অথচ মোদীকেভিসাদিতেইসমস্যা৷মোদীরসঙ্গে এমন ব্যবহার করা হচ্ছে যেনতিনিদেশেরশত্রু৷'বিতর্কচলছেই, কিন্ত্ত তার জলকতদূরগড়ায়, সেটাই এখন দেখার৷ - সংবাদসংস্থা

No comments:

Post a Comment