Palah Biswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

what mujib said

Jyothi Basu Is Dead

Unflinching Left firm on nuke deal

Jyoti Basu's Address on the Lok Sabha Elections 2009

Basu expresses shock over poll debacle

Jyoti Basu: The Pragmatist

Dr.BR Ambedkar

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin Babu and basanti Devi were living

"The Day India Burned"--A Documentary On Partition Part-1/9

Partition

Partition of India - refugees displaced by the partition

Monday, July 29, 2013

পঞ্চায়েতে অব্যাহত অগ্রগতি, ১৩ জেলায় এগিয়ে তৃণমূল

পঞ্চায়েতে অব্যাহত অগ্রগতি, ১৩ জেলায় এগিয়ে তৃণমূল
পঞ্চায়েতে অব্যাহত অগ্রগতি, ১৩ জেলায় এগিয়ে তৃণমূল
বর্ধমানে চলছে ভোটগণনা।---জয়ন্ত সাউ।
এইসময়: প্রত্যাশা ছিলই।সেই মতো গ্রাম দখলের লড়াইয়ে বেশিরভাগ আসনই এখন শাসকদলের হাতের মুঠোয়। রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে পঞ্চায়েত ভোটের ফলাফল প্রকাশ হয়েছে নির্বিঘ্নেই।

দুই মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়ায় বড় জয়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, এই জয় গণতন্ত্রের জয়। কলকাতায়তৃণমূলনেতাপার্থচট্টোপাধ্যায়জানিয়েছেন,নির্বাচনকমিশনভোটগণনায়সঠিকব্যবস্থানেয়নি।এইকারণেভোটেরফলাফলবেরোতেদেরিহয়েছে।এইজয়উন্নয়ণেরপক্ষেজয়। কুত্‍সারবিরুদ্ধে জয়।

অন্য দিকে, মুর্শিদাবাদ জেলায় কংগ্লেসের ভাল জয়ের পর কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, এই রায় গণতন্ত্রের রায় নয়।
পেশি শক্তির রায়।

প্রত্যাশামতোই পঞ্চায়েত নির্বাচনের ফলাফলে শাসক দলের জয়ের খবরই বিভিন্ন জেলার বেশিরভাগ জায়গাতেই। অনেক জায়গায় অবশ্য হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে তৃণমূল, কংগ্রেস, সিপিএমের। কোথাও বা নির্দল হয়ে ভোটে দাঁড়ানো তৃণমূলের বিক্ষুব্ধরা জয়ী হয়েছেন।

মোট গ্রাম পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা-৩২৯। তার মধ্যে ত়ণমূল পেয়েছে ৭০টি, বামেরা ১৩টি , কংগ্রেস ৭টি ও বিজেপি পেয়েছে ২টি।

রাত ৮টা -- ​তৃণমূল-১৪৫৫, সিপিএম-৬৩৫, কংগ্রেস- ২৪৭, বিজেপি- ৬, অন্যান্য- ২৭

সন্ধে ৭টা ১৫-- তৃণমূল-১৪৩০, সিপিএম-৫৯৩, কংগ্রেস- ২৫০, বিজেপি- ৬, অন্যান্য- ২৫ ( এখনও পর্যন্ত ১২টি গ্রাম পঞ্চায়েত সমিতির ফল প্রকাশ হয়েছে। তারমধ্যে ১২টি আসন-ই তৃণমূলের দখলে)

সন্ধে ৭টা-- তৃণমূল-১২০৯, সিপিএম-৪১৩, কংগ্রেস- ২০০, বিজেপি- ৭, অন্যান্য- ২০

বিকেল ৫টা - তৃণমূল-৯০১, বামফ্রন্ট- ৩২৫, কংগ্রেস-১৯৪, বিজেপি-৫, অন্যান্য-২০

বিকেল ৪.৫০-- তৃণমূল-৮৮১, বামফ্রন্ট- ৩১৯, কংগ্রেস-১৯৪, বিজেপি-৫, অন্যান্য-২০

বিকেল ৪টা ৩৫- ক্যানিং ২ নং ব্লকের সব কটি পঞ্চায়েত-ই তৃণমূলের দখলে।

বিকেল ৪টা ৩০- সামগ্রিক গ্রাম-পঞ্চায়েতের ফল- তৃণমূল- ৮০১, সিপিএম- ২৯৬, কংগ্রেস- ১৮০, বিজেপি- ৪ ও অন্যান্য- ১৬।

বিকেল ৪ টা ১৫- পঃ মেদিনীপুরের গরবেতার ব্লকের ৩৪টি তৃণমূলের ও ১টি আসন কংগ্রেসের দখলে।

বিকেল ৪টা ১৩- আমতা ২ নং ব্লকের ১৪টি আসন তৃণমূলের দখলে।

বিকেল ৪টা ৭- বাগনানে ১০টির ভিতর ৬টি তৃণমূলের।

বিকেল ৪টা ৫ - হাওড়ার ডোমজুর ব্লকের ১২টি পঞ্চায়েত-ই তৃণমূলের দখলে।

দুপুর ২টা ৫৫ - বর্ধমানের দুই মহিলা সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।

দুপুর ১টা্ ৫৫ - উত্তর ২৪ পরগনার আমডাঙার তারাবেরিয়ায় তৃণমূলের দখলে গেল ২টি গ্রাম পঞ্চায়েত। এখানেই ভোটের দিন খুন হয়েছিলেন মাদারবক্স মল্লিক। পুনর্নির্বাচন হয় ওই কেন্দ্রে।

দুপুর ১টা ৫০ - সুটিয়ায় বরুণ বিশ্বাসের বুথে জয়ী তৃণমূল।

দুপুর ১টা ৪০ - বীরভূমের কসবা গ্রাম পঞ্চায়েতের ৬টি আসনে জয়ী তৃণমূল, ৬টিতে জয়ী নির্দল।

দুপুর ১টা ২৫: মালদহে ১৪টি গ্রাম পঞ্চায়েতের ফল ঘোষিত। ১০টি বামেদের দখলে, ৪টি কংগ্রসের।


ধনেখালির সোমসপুরএকেরএকটিআসনেতৃণমূলপ্রার্থীকেহারিয়ে জয়ী হয়েছেনকংগ্রেসপ্রার্থীমানুজাবিবি।এইমানুজাবিবিধনেখালিতেনিহততৃণমূলকর্মীকাজীনাসিরুদ্দিনেরস্ত্রী।মদনপোড়গ্রামপঞ্চায়েতেরমধুডাঙাআসনে জয়ী হয়েছেনমানোযারাবিবি।দ্বিতীয়দফারনির্বাচনের দিন ভোট গ্রহণকেন্দ্রেরবাইরেবোমারআঘাতেমৃত্যুহয়মানোয়ারাবিবিরস্বামীর।আরামবাগের১৪টিগ্রামপঞ্চায়েতেরমধ্যেসাতটিতেজয়পেয়েছেতৃণমূল, সাতটিতেজিতেছেনির্দলপ্রার্থী।অন্যদিকেতারকেশ্বরে১০টিগ্রামপঞ্চায়েতই দখল করল তৃণমূলকংগ্রেস।লোবাগ্রামপঞ্চায়েত দখল করেছেতৃণমূল।তৃণমূলেরশক্তঘাঁটিনন্দীগ্রামেবয়ালগ্রামপঞ্চায়েতহাতছাড়াতৃণমূলের, নির্দলেরদখলে গেলবয়াল।নন্দীগ্রামেরসামসাবাদের১৫টিগ্রামপঞ্চায়েতের৭টিতেএগিয়েনির্দলরা। এরা তৃণমূলেরইবিক্ষুব্ধশিবিরেরলোকজন।অন্যদিকেশাসনে জয়ীতৃণমূলকংগ্রেস।বীরভূমেরনানুরেসবকেন্দ্রে জয়ী তৃণমূলকংগ্রেস।এইনানুরেইসন্ত্রাসেরঅভিযোগে সরব ছিল বিরোধীরা।পশ্চিমমেদিনীপুরে৬৩টিগ্রামপঞ্চায়েতেরমধ্যে৬১টিতেই জয়ী তৃণমূলকংগ্রেস, ১টি পঞ্চায়েত দখল করল কংগ্রেস।

মালদহের গাজোলে ঘোষিত ৮টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৬টিতে জয়ী বামফ্রন্ট, দুটিতে জয়ী কংগ্রেস, সালাইভাঙা গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু। সিঙ্গুরে ১৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২টিতে এগিয়ে তৃণমূল। বীরভূমে অনুব্রত মণ্ডলের এলাকায় ৬টি গ্রাম পঞ্চায়েতের ৫টিতেই জয়ী নির্দল প্রার্থী। একটিতে জিতেছে তৃণমূল।

No comments:

Post a Comment