Palah Biswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

what mujib said

Jyothi Basu Is Dead

Unflinching Left firm on nuke deal

Jyoti Basu's Address on the Lok Sabha Elections 2009

Basu expresses shock over poll debacle

Jyoti Basu: The Pragmatist

Dr.BR Ambedkar

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin Babu and basanti Devi were living

"The Day India Burned"--A Documentary On Partition Part-1/9

Partition

Partition of India - refugees displaced by the partition

Friday, November 7, 2014

Nasreen Taslima কোনও ৬৭ বছর বয়সী মহিলার কি সাধ্য আছে ২৯ বছর বয়সী কোনও ছেলেকে এভাবে ধুমধাম করে বিয়ে করার?

সেদিন টুইটারে লিখেছিলাম আমার বয়ফ্রেন্ড আমার চেয়ে কুড়ি বছরের ছোট। খবরটা লুফে নিলো মিডিয়া। অথচ কত খবরই তো দিই টুইটারে, আমার পুরস্কার পাওয়ার খবর, অনারারি ডকটোরেট পাওয়ার খবর, আমার কীনোট স্পীচ দেওয়ার খবর, আমার স্ট্যাণ্ডিং ওভেশন পাওয়ার খবর। এসব খবরে মিডিয়ার উৎসাহ নেই মোটেও। আমার প্রেমিক এবং স্বামী নিয়ে মিডিয়ার উৎসাহ বরাবরই অবশ্য প্রবল। যাই হোক, যা বলছিলাম। আমার চেয়ে কুড়ি বছরের ছোট প্রেমিকের খবরখানা টুইটারে দিয়ে একধরণের পুলক বোধ করছিলাম। পুরুষের মতো কোনও আচরণ করা মেয়েদের মানায় না। তাই পুরুষের মতো আচরণ করে, বয়সে ছোট এক সঙ্গী নির্বাচন করে, দেখতে চাইছিলাম সমাজ কী বলে। যথারীতি তেলে বেগুনে জ্বলে উঠলো। আর এদিকে আমাকে টেক্কা দিয়ে ৬৭ বছর বয়সী রেলমন্ত্রী ধুমধাম করে বিয়ে করে বসলেন তাঁর চেয়ে প্রায় চল্লিশ বছরের ছোট এক মেয়েকে। কোথায় কুড়ি আর কোথায় চল্লিশ। আমি তো নেহাতই বয়ফ্রেন্ড অবধি। আর উনি রীতিমত বিয়ে করলেন, রীতিমত গায়ে হলুদ করে, প্রচুর গয়না গাটি আর লাল বেনারসি পরে সাজানো কনেকে, আর নিজে মাথায় পাগড়ি টাগড়ি চাপিয়ে। কোনও ৬৭ বছর বয়সী মহিলার কি সাধ্য আছে ২৯ বছর বয়সী কোনও ছেলেকে এভাবে ধুমধাম করে বিয়ে করার? মন্ত্রীর বিয়েতে যেভাবে সমাজের নারীপুরুষ উৎসব করলো, এমন জমকালো উৎসব কি করবে প্রায় সত্তর বছর বয়সী মহিলা আর কুড়ির কোঠায় বয়স এমন কোনও ছেলের বিয়েতে? অনেকে বলবে, পুরুষ ধনী এবং প্রভাবশালী হলে গোড়ালির বয়সী মেয়েদের বিয়ে করা সম্ভব। আমার প্রশ্ন, বাংলাদেশের কোনও ধনী এবং প্রভাবশালী মহিলার পক্ষে কি সম্ভব গোড়ালির বয়সী ছেলেদের বিয়ে করা? সম্ভব তো নয়ই, বরং লোকে তাকে পুরুষখেকো ডাইনি বলে গালি দিয়ে সব্বনাশ করবে, একঘরে করবে, বলা যায় না জ্যান্ত জবাই হয়ে যেতে পারে সেই মহিলা।

জানি অনেকে বলবে, বুড়ো পুরুষের শরীরে শুক্রাণু তৈরি হয়, সুতরাং তাদের পক্ষেও ঋতুময়ী মেয়েদের গর্ভবতী করা সম্ভব, আর ওদিকে রজঃশ্রাব বন্ধ হওয়া নারীর পক্ষে সম্ভব নয় গর্ভবতী হওয়া। কিন্তু কম লোকই জানে বুড়ো পুরুষের শরীরে শুক্রাণু তৈরি হয় বটে, তবে শুক্রাণুর সংখ্যাটা বেজায় কম, এবং শুক্রাণুর চেহারা-চরিত্র মোটেই সুবিধের নয়। যুবকের শুক্রাণু আর বৃদ্ধের শুক্রাণুতে বিস্তর তফাৎ। বৃদ্ধের শুক্রাণুতে গর্ভবতী হওয়া টগবগে যুবতীদের পক্ষেও খুব সহজ নয়, হয় বছরের পর বছর লেগে যায় গর্ভবতী হতে, অথবা কাউকে গর্ভবতী করার ক্ষমতাই রাখে না ওসব ভাঙা, নষ্ট, রুগ্ন, ক্ষুদ্র শুক্রাণুগুলো। শুধু তাই নয়, পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন কমে যায় বুড়ো বয়সে, আর সে কারণেও বুড়োদের ঔরসে সন্তান জন্ম নিলে ক্রোমোজমের জটিল সমস্যা নিয়ে সে সন্তান জন্মানোর আশংকা থাকে। সুতরাং যারা বলে পুরুষ বুড়ো হলেও সন্তান বিশেষ করে সুস্থ সন্তান উৎপাদনে সম্ভব, তারা খুব নির্ভুল কথা কিন্তু বলে না।

প্রেম কোনও বয়স মানে না, প্রাপ্ত বয়স্ক যে কোনও বয়সের মানুষের মধ্যে প্রেম ঘটতে পারে, আমরা জানি। তাহলে পুরুষ আর নারীর মধ্যে শুধু পুরুষকেই বয়সে বড় হতে হবে কেন! আর ভালবাসা প্রধান হলে, সন্তান জন্মটা প্রধান নাও হতে পারে। অনেক নারী-পুরুষ সন্তান নেবে না, এই শর্তেই একত্রবাস করে অথবা বিয়ে করে। আজকাল এই শর্তটি দিন দিন জনপ্রিয় হচ্ছে। সে ক্ষেত্রে ৬৭ বছর বয়সী মহিলা আর ২৯ বছর বয়সী যুবকের মধ্যে প্রেম বা প্রেমের কোনও বিয়ে নিয়ে কারও আপত্তি করা উচিত নয়, কিন্তু মানুষ আপত্তি করে। পুরুষের চেয়ে নারীর যৌনক্ষমতা বেশি, এ বিষয়ে আমার কোনও সংশয় নেই। অথচ যে কাণ্ড করে ৬৭ বছর বয়সী পুরুষ সমাজে আদৃত হয়, সেই একই কাণ্ড করে ৬৭ বছর বয়সী মহিলা সমাজে ঘৃণিত হয়। নারী-পুরুষের মধ্যে যে ভয়াবহ বৈষম্য সৃষ্টি করেছে আমাদের সমাজ, সেটির ছোট্ট একটি উদাহরণ এটি।

প্রাকইসলাম আরবে মেয়েদের যে স্বাধীনতা ছিল, ইসলাম এসে ধীরে ধীরে সেটি কেড়ে নেয়। চৌদ্দশ বছর আগে চল্লিশ বছর বয়সী বিধবা খাদিজা, কাড়ি কাড়ি সন্তানের মা, ২৫ বছর বয়সী যুবককে পছন্দ করে বিয়ে করেছিলেন। আজকের আরবে আধুনিক খাদিজাদের সেই সাধ্য বা সাহস নেই। খাদিজার মৃত্যুর পর ইসলামের মহানবী প্রায় ডজন খানিক বিয়ে করেছিলেন, তাঁর চেয়ে প্রায় পঞ্চাশ বছরের ছোট এক মেয়েকেও বিয়ে করেছিলেন। মহানবীর শিষ্যরা মহানবীর এই বয়সে ছোট কাউকে বিয়ে করার ব্যাপারটি অনুসরণ করে চলেছে। মহানবী যে তাঁর চেয়ে পনেরো বছরের বড় এক বিধবাকে বিয়ে করেছিলেন, সেটি অনুসরণ করতে নবীর প্রেমে দিওয়ানা কোনও ধর্মান্ধ মুসলমানও কিন্তু আগ্রহী নয়।

বাংলাদেশের রেলমন্ত্রী সিলডেনাফিল সাইট্রেট অথবা ভায়াগ্রার ওপর নির্ভর করবেন যথেষ্ট, অনুমান করি। ভায়াগ্রা সেবনেরও একটা সীমা আছে। সব শরীরে ভায়াগ্রা সয় না। বিশেষ করে রক্তচাপ, হৃদপিণ্ড, কিডনি, লিভার ইত্যাদিতে কোনও সমস্যা থাকলে ভায়াগ্রা সেবন নিষিদ্ধ। রেলমন্ত্রী একটি জলজ্যান্ত যু্বতী শরীর নিয়ে খেলবেন। খেলায় পারদর্শী না হলেও খেলবেন। কারণ তিনি পুরুষ। তাঁর যাকে ইচ্ছে তাকে নিয়ে যেমন ইচ্ছে তেমন খেলা করার অধিকার আছে। গোটা পৃথিবীটাই পুরুষের খেলার মাঠ। মেয়েটি যৌনতৃষ্ণায় কাতরাবে। চরম হতাশায় নিমজ্জিত হবে। কিন্তু পুরুষের সংসার- খাঁচায় বন্দি হয়ে থাকতে সে বাধ্য হবে। কারণ সে একটা খেলনা। একটা যৌনখেলনা। একটা ডেকোরেশন পিস। সুখী না হয়েও সুখী সুখী ভাব করবে। সমাজের বেশির ভাগ মেয়েরা যা করে। সুখী নয়, অথচ সুখী বলে নিজেকে মনে করে। অথবা দুঃখকেই, না-পাওয়াকেই, পরাধীনতাকেই সুখ বলে, পাওয়া বলে, স্বাধীনতা বলে ভাবে। ভাবতে শিখেছে ছোটবেলা থেকেই। নতুন করে এর বিপরীত কিছু শেখা সম্ভবত অধিকাংশ মেয়ের পক্ষেই আর সম্ভব নয়। পুরুষেরা জন্ম থেকেই যা শিখেছে তা হল, তারা প্রভু, তারা সুপিরিওর, তারা জানে বেশি, বোঝে বেশি, তাদের জন্য সমাজ, তাদের জন্য জগত, তারা শাসন করবে, তারা ভোগ করবে। এটি না শিখতে এবং এর বিপরীত কিছু শিখতে অধিকাংশ পুরুষই রাজি নয়।

মনে করতে চাই না কিন্তু বারবারই পুরুষেরা মনে করিয়ে দেয় 'ইট'স এ ম্যান'স ম্যান'স ম্যান'স ওয়ার্ল্ড'।

  • Mukto Mon and 1,376 others like this.
  • Sotter Protik ঠিক।আপনার বিয়েতে আমাকে দাওয়াত দিেত ভুলবেন না
  • Amit Roy man's man's man's world--dustbin
  • Shamsul Hoque Ahia Of course it is Man's world but I respect my Mother too.
  • Kalam Azad Behayar deshe ata samboa didi. R meyera korle jota nanda ghos. Kun ajab deshe bas korsi re.!
  • Shanu Alam আজ সকালে FOX চ্যানেলে " the Maury show" দেখছিলাম। একজন ২৮ বৎসরের গর্ভবতী মেয়েকে সেখানে উপস্থিত করা হয়েছে, যে নারী জানেনা তার গর্ভের সন্তানের পিতা কে ? Maury তাকে জিজ্ঞাস করল গর্ভধারণের পূর্বে সে কয়জনের সাথে sex করেছে? মহিলাটি বলল ৪৯ জনের সাথে। Maury আ...See More
  • Nurul Momin Khan ৭৫ বছরে ও কোন কোন পুরুষের তীব্র যৌনউত্তেজনা থাকে, আর মন্ত্রির কি আছে সেটা তোমার জানার কথা না।
  • Shanu Alam একজন তসলিমার তা জানার কথা নয়, কিন্তু একজন ডাক্তারের তা জানার কথা তা নয় কি ভাই ? Nurul Momin Khan .
  • Porag Rashid আপা আপনি বোধ হয় জানেন না সূবর্ণা মুস্তফাও অসম বয়সেই বিয়ে করেছেন আর সমাজ তাকে সামান্য গালমন্দ করলেও ঠিকই আশ্রয় দিয়েছে। সমাজ সব দ্রবণ করে কিন্তু আপনার বেলায় যে কেন এমনটা হলো? মনে হয় আপনি অযথাই সাধারন মানুষের সব কিছুতেই আঘাত করেন।প্রতিবাদ করা ভালো কিন্তু অযথা তর্ক করা তো বিরক্তিকর।
  • Usri Majumdar khub valo lekha. purus kono din e meye der srnkhol vanga pochondo korena. nijeder provutyo haranor voi tader tara kore berai.
  • Swapan Kumar Das Mam o to nijer jonno noi pratbeshider jonno biye korche.
  • Sotter Protik আসলে বিয়ের কোনো বয়স নেই।সেটা যেকোনো বয়সে করা যায়।এমনকি কোনো ধর্ম তাতে নিষেধ করেনি।কবে বিয়েটা হবে দুজনের মত অনুযায়ী এবং তাদেরকে সে বিষয়ে পূর্ণ জ্ঞান থাকতে হবে।তসলিমা নাসরিন যদি সেই ছেলেকে বিয়ে করে দুজনের ইচ্ছা অনুযায়ী তাতে সমাজ না মানলে আমি পূর্ণ সমর্থন দিলাম।
  • নাঈমূল ইসলাম সজীব আপ্নাকে সম্মান করি ভাই, অন্ধের মত কথা বলে সম্মানটা নস্ট করবেন না। যুক্তিযুক্ত কথা বলুন। @ Nurul Momin Khan
  • Naziul Karim Khan Akib When love and sex become synonymous, this is the case.. But here the matter is not only about 67 years' men and women.. It's also about 29 years' men and women... The fact is a 29 years' man can't think of marrying a 67 years' woman, even having sex with her..but the case is opposite for a 29 years' woman... It's about their individual liberty , so I can't judge...Exception is exception... 
    Also, relationship is not something to experiment between the two same aged or with a gap of 100 years or whatsoever...It should be a spontaneous act of heart , not about what society would react....Then age is really not a big deal..
  • অনুপমা অপরাজিতা ''সমাজের বেশির ভাগ মেয়েরা যা করে। সুখী নয়, অথচ সুখী বলে নিজেকে মনে করে। অথবা দুঃখকেই, না-পাওয়াকেই, পরাধীনতাকেই সুখ বলে, পাওয়া বলে, স্বাধীনতা বলে ভাবে। ভাবতে শিখেছে ছোটবেলা থেকেই। নতুন করে এর বিপরীত কিছু শেখা সম্ভবত অধিকাংশ মেয়ের পক্ষেই আর সম্ভব নয়। পুর...See More
  • Sabita Chowdhary osadharon likecho tumi taslima
  • Nurul Momin Khan কারো কাছে শিখতে হবে না, আমি একজন সফল প্রাকটিসিং ডাক্তার। নারীর প্রতি প্রকৃতির বৈরী আচরনকে অস্বিকার করে যুক্তি দাড় করানো অনেক নারীবাদী র প্রধান কাজ।
  • Naziul Karim Khan Akib The explanation given here about aged males' sex ability is not something what medical science says, but entirely what she thinks!!
  • Sujit Dey Media to bebsa korte neme6e public jeta khabe setai ora prochar korbe. Trp na barle to mediar rojgar kome jabe.
  • Shelly Naz মনে করতে চাই না কিন্তু বারবারই পুরুষেরা মনে করিয়ে দেয় 'ইট'স এ ম্যান'স ম্যান'স ম্যান'স ওয়ার্ল্ড'।
  • ফাহমিদা ইলা "মহানবী যে তাঁর চেয়ে পনেরো বছরের বড় এক বিধবাকে বিয়ে করেছিলেন, সেটি অনুসরণ করতে নবীর প্রেমে দিওয়ানা কোনও ধর্মান্ধ মুসলমানও কিন্তু আগ্রহী নয়।"  
    সত্যি কথা পরিষ্কার গলায় বলবার জন্য আপনাকে এত পছন্দ করি!
  • Khairuzzaman Zaman যে ব্যপার খানা দেখা যাচ্ছে, তা হলো, কেউই আলোচনার দ্বারা বিচলিত হবার নয়। সবারই রয়েছে, হয় ঈশ্বর প্রদত্ত বানী কিম্বা, নিজের মহিমায় নিজের ছায়াকে অস্বীকার করবার প্রবনতা। যুক্তি, তর্ক, স্যাটায়ার আর কুতর্কের ভিড়ে আসল ব্যাপারটা ঢাকা পড়ে যাচ্ছে। দৃষ্টিভঙ্গী পরি...See More
  • ফারাহ নাজ অথৈ http://lm.facebook.com/l.php...

    Ei lekha theke ei heading pick korata kototuku logical ! This heading is focusing something else..diverting people's concern n fulfil their filthy marketing plan. What was the actual heading u gave to them for the article, btw?
    ...See More
    রেলমন্ত্রী মজিবুল হকের বয়স এবং বিয়ে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তার লেখাটি পাঠকদের জন্য হুবহু...
    BD24LIVE.COM
  • Nasreen Taslima ফারাহ, লেখাটার শিরোনাম ছিলো রেলমন্ত্রীর বয়স এবং বিয়ে
  • Thistle Shapla রেল মন্ত্রির বিয়েটা কি আমরা মেনে নিতে পারি না। ভায়াগ্রা এখানে নিশপ্র্যুজন। মানসিক দিক থেকে বিচার করলে অনেক কিছুই সহ্য করা যায়।
  • ফাহমিদা ইলা সেটাইতো তসলিমা বললেন! মানসিক দিক থেকে শুধু পুরুষেরটা বিচার করব!
  • Thistle Shapla বিয়ে হচ্ছে পবিত্র (পিওর) সামাজিক বন্ধন। মনের মিলন না হলে বিয়ে সাদী কিছুই এই বন্দনকে ধরে রাখতে পারবে না। অনেকে খারাপ মন্তব্য করে নিজের মন্মানসিকতাকেই তুলে ধরছে বৈ কিছুই নয়।
  • Zaman Payel আপনি রেলমন্ত্রী নিয়ে মাথা ঘামাচ্ছেন কেন? আপনি তো সূবর্ণা মোস্তফার বিয়ে নিয়ে কিছু বলেন নি ...
    14 hrs · Edited · Like · 26
  • Mynul Hasan Rasel পুরুষ বা নারী যে ই হোক, সুযোগ সন্ধানি সমাজ ই আমাদের সমাজ ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে!!
  • Zaman Payel আমি যদি এখন তসলিমা নাসরীন কে বলি যে, আপনি হয়তো ডিলডো ব্যবহার করেন, তবে এখন ই আমাকে অসভ্য বলবেন সবাই। কিন্তু যদি বলি যে রেলমন্ত্রী ভায়াগ্রার উপর নির্ভরশীল, তখন কিন্তু তসলিমা নাসরিন ই লাইক কমেন্ট শেয়ার দিবেন। আর প্রবল মানবতাবাদী (আসলে মানবতার ধ্বংসকারী) রা তো বাহবা বাহবা করবেন। আসলে তসলিমা নাসরিনের বাবা ডাঃ রজব আলী চাচার একটা কথা খুব মনে পড়ে, তিনি বলেছিলেন যে আমার মেয়ে কলম ধরেছে খুব শক্ত করে, তবে সেই কলম টা উলটো করে ধরেছে। আর কিছু বলার নেই ...
    14 hrs · Like · 16

No comments:

Post a Comment