Palah Biswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

what mujib said

Jyothi Basu Is Dead

Unflinching Left firm on nuke deal

Jyoti Basu's Address on the Lok Sabha Elections 2009

Basu expresses shock over poll debacle

Jyoti Basu: The Pragmatist

Dr.BR Ambedkar

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin Babu and basanti Devi were living

"The Day India Burned"--A Documentary On Partition Part-1/9

Partition

Partition of India - refugees displaced by the partition

Saturday, June 15, 2013

বাহিনী না-পেলে বাড়তে পারে পঞ্চায়েতের দফা

বাহিনী না-পেলে বাড়তে পারে পঞ্চায়েতের দফা

বাহিনী না-পেলে বাড়তে পারে পঞ্চায়েতের দফা
এই সময়: ভোটে রাজ্য নির্বাচন কমিশনই শেষ কথা, কলকাতা হাইকোর্ট এই মর্মে রায় দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কঠোর পদক্ষেপ করার ইঙ্গিত দিল তারা৷ কমিশনের এক কর্তা শুক্রবার বলেন, রাজ্য সরকার পর্যাপ্ত বাহিনী দিতে না-পারলে প্রথম দফার ভোটকেই তিন দফায় করার ভাবনাচিন্তা শুরু করেছেন তাঁরা৷ পাশাপাশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আসনগুলি সম্পর্কে জেলাশাসক তথা জেলা নির্বাচনী অফিসারদের রিপোর্ট তলব করেছে কমিশন৷ কমিশন সূত্রের খবর, দফা বৃদ্ধির যে ভাবনা নিয়ে কমিশন এগোচ্ছে তাতে জেলাশাসকদের ওই রিপোর্ট বড় ভূমিকা নেবে৷ হাইকোর্টের রায়ে বলা হয়েছে, কমিশন স্বেচ্ছাচারী পদক্ষেপ করছে কি না, আদালত সে দিকে নজর রাখবে৷ কমিশনের এক পদস্থ কর্তা বলেন, হিংসাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের প্রধান কারণ হলে দফা বৃদ্ধির ব্যাপারে আদালতের কাছেও কমিশন স্বচ্ছতার পরিচয় দিতে পারবে৷ তবে একটি প্রশাসনিক প্রশ্নও রয়েছে৷ দফা বাড়াতে ভোটের নির্ঘণ্টই নতুন করে ঘোষণা করতে হবে৷ 

নিরাপত্তা বাহিনী কতটা পাওয়া যাবে সে ব্যাপারে বিস্তারিত জানতে চেয়ে শুক্রবারই রাজ্য সরকারকে চিঠি দিয়েছে কমিশন৷ বাহিনীর বিষয়ে এ দিন মহাকরণে দীর্ঘ বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শুক্রবার রাতে রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডে বলেন, প্রথম দফায় কত বাহিনী নিরাপত্তা বাহিনী পাওয়া যাবে, রাজ্য সরকার কবে তা দিতে পারবে সে ব্যাপারে সুনির্দিষ্ট জবাব চেয়ে চিঠি দেওয়া হয়েছে৷ মনোনয়ন পর্বে রাজ্য সরকার যে প্রতিশ্রুতিমতো বাহিনী দিতে পারেনি, চিঠিতে সে কথাও জানানো হয়েছে৷ রাজ্য সরকারের জবাব পাওয়ার পরই কমিশন পরবর্তী পদক্ষেপ করবে৷ কমিশন সূত্রে বলা হয়েছে, বিহারে অতীতে ছয় এবং দশ দফায় ভোট হয়েছে৷ পশ্চিমবঙ্গেও বিহার মডেল অনুসরণ করা হবে কি না, জানতে চাওয়া হলে মীরা পাণ্ডে বলেন, 'বাহিনী নিয়ে সরকারের জবাব না পাওয়া পর্যন্ত আমরা কিছুই বলতে পারব না৷' কমিশন জানিয়েছে, সরকারকে বলা হচ্ছে, ভোটে কত নিরাপত্তা বাহিনী পাওয়া যাবে সে ব্যাপারে সরকার স্পষ্ট জবাব দিক৷ 

শেষ পর্যন্ত বাহিনীর অভাবে কমিশন প্রথম দফার ভোটকেই ভেঙে তিন দফায় করার সিদ্ধান্ত নিলে তা হবে এক নজিরবিহীন পদক্ষেপ৷ অতীতে কোনও নির্বাচনে এর নজির নেই৷ ওয়াকিবহাল মহলের মতে, বাহিনী না পেলে কমিশনের পক্ষে এমন অভাবনীয় পদক্ষেপ করা ছাড়া উপায় নেই৷ অবাধ ভোটের লক্ষ্যে ১৯৯৪ সালের রাজ্য নির্বাচন কমিশন এবং ২০০৩ সালের পঞ্চায়েত নির্বাচন আইনে কমিশনকে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করার ক্ষমতা দেওয়া হয়েছে৷ আর বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সংবিধানের ২৪৩ (কে) অনুচ্ছেদের উল্লেখ করে জানিয়ে দিয়েছে, ভোটের ব্যাপারে কমিশনই শেষ কথা৷ কমিশনের আপত্তি উপেক্ষা করেই রাজ্য সরকার প্রথম দফায় নয়টি জেলায় ভোট নেওয়ার সিদ্ধান্ত নেয়৷ ঘটনাচক্রে প্রথম দফার নয় জেলা দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি ও বর্ধমানেই সন্ত্রস্ত এলাকা বেশি৷ 

এ দিকে, প্রাথমিক তথ্য অনুযায়ী প্রথম দফায় ভোটের ন'টি জেলায় শাসকদল তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় গ্রাম পঞ্চায়েতে ৪৪৬৮টি আসনে জিতে গিয়েছে৷ পঞ্চায়েত সমিতিতে তাদের জয় হয়েছে ৭৩০টি আসনে৷ হুগলিতে ছয়টি এবং দক্ষিণ ২৪ পরগনায় দু'টি জেলা পরিষদও জিতে গিয়েছে তারা৷ হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বর্ধমান, দুই মেদিনীপুর এবং বাঁকুড়া-এই ছ'টি জেলায় ৩৯টি ব্লকে অস্বাভাবিক এই জয়ের কারণ খতিয়ে দেখে জেলাশাসকদের দ্রুত রিপোর্ট দিতে বলেছে নির্বাচন কমিশন৷ তবে এখনই বিজয়ীদের সার্টিফিকেট আটকানো বা স্বীকৃতি না-দেওয়ার কথা অবশ্য এখনই ভাবছে না তারা৷ 

No comments:

Post a Comment