"5 আগস্ট 2016 মৌলবাদী সন্ত্রাসের বিরুদ্ধে কলিকাতা অভিযান ও বাংলাদেশ হাইকমিশন কে ডেপুটেশন "
সাথি, বিশ্বজুড়ে হিংসার আবহে সম্প্রতি বাংলাদেশ ওপশ্চিমবঙ্গকে ঘিরে সন্ত্রাসীদের যে নতুন জালবিস্তারের চেষ্টা-- তা আমাদের বিশেষভাবে উৎকণ্ঠিত করেছে। দীর্ঘকল ধরেগোপন সন্ত্রাস সৃষ্টির মধ্যদিয়ে বাংলাদেশ থেকে সংখ্যালঘু বিতাড়নের পর তারা এখন পশ্চিমবঙ্গকে গ্রাস করতে সচেষ্ট।আমরাদীর্ঘকাল ধরে বলে আসছি যে, বাংলাদেশই হলোবাঙালি উদ্বাস্তদের আঁতুড় ঘর। সেখানে সংখ্যালঘুদেরজীবনের নিরাপত্তা ও নাগরিক অধিকার সুরক্ষিত না থাকলে ভারতবর্ষকেই তার গরলটুকু পান করতেহয়। যা বাংলাদেশ সৃষ্টির পর থেকে নিরন্তর হয়ে চলেছে। সে দেশের যে সব উদারমনা ও প্রগতিশীলমানুষ এর সপক্ষে কথা বলেছেন, হয় তাদের হত্যা করা হয়েছে, নয়তো দেশ ছাড়তে বাধ্য করাহয়েছে। সম্প্রতি এর মাত্রা বৃদ্ধি পাওয়াতেই বিশ্ববাসীর টনক নড়েছে। / উদ্বাস্ত জীবনের তিক্তঅভিজ্ঞতা থেকে আমরা চাই না যে, দুই বাংলার কোনো প্রান্তেই আর কাউকে উদ্বাস্ত হতে হোক।সর্বত্রসংখ্যালঘুরা পরিপূর্ণ নাগরিক অধিকার নিয়ে সুরক্ষিত থাকুক এবং রাষ্ট্র তাদের সে অধিকার নিশ্চিতকরুক এই আমাদের দাবি।
ভারত সরকারের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছেও আমরা এই দাবি পৌঁছে দিতে চাই। চাই তারপক্ষে বিপুল জনমত গড়ে তুলতে।তৎসহ ভারত সরকারের কাছে আমাদের পুরনো দাবি এবং,- ডি-ভোটারের নামে আসামের বাঙালিদের উপর সন্ত্রাস বন্ধ করুন, ডিটেন্শন ক্্ম্পে আটক ,নিরিহউদ্বাস্তুদের তৎকাল মুক্তি দিতেহবে। কাস্ট সার্টিফিকেটের পাবার হয়রানি বন্দ করতে হবে। 2003সালের নাগরিকত্ব আইন সংশোধন করে দেশবিভাগ কালে বাঙালি উদ্বাস্তদের প্রতি প্রদত্ত জাতীয়নেতৃবৃন্দের প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করুন।
একথা অস্বিকারের যায়গানেই,বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু,বুদ্ধিস্ট খৃস্টান সহ যেসব ভাই বোনপ্রতিনিয়ত মান,সম্ভ্রম ও জীবন হারাচ্ছেন, তারা আমাদেরই আত্মজ। তাদের সংগে আমাদেররক্তমাংসের সম্পর্ক রয়েগেছ। এই সংকটের মুহুর্তে আর পাঁচজন ভালোমানুষের মতো চুপকরে থাকতেপারিনা।
দেশপ্রেমিক ও সচেতন নাগরিকদের কাছে আবেদন, আসুন, নিম্নোক্ত কর্মসূচিতে বিপুল সংখ্যায় যোগদিয়ে এই মানবিক দাবিগুলিকে আমরা সফল করে তুলি।
বিনীত:--
নিখিল ভারত বাঙালি উদ্বাস্তু সমন্বয় সমিতি।
------------------------------ --------------
19শে জুলাই গৌহাটি বিধানসভায় ধর্ণা/২ রা আগস্ট আগরতলায় (ত্রিপুরা) র্্লী / 5ই আগস্টকলকাতা অভিযান / / 17 আগস্ট রাজধানী দিল্লীর যন্তর মন্তরে ধর্না এবং প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী,মানবাধিকার কমিশন ও দিল্লী বাংলাদেশ হাই কমিশনে ডেপুটেশন।
No comments:
Post a Comment