| ||
২০১৬ সাহিত্যে নোবেল প্রাইজ পেতে চলেছেন বব ডিলন। আমেরিকা নিবাসী বব ডিলন বিখ্যাত গায়ক এবং গীতিকার ও বটে। তাঁর আসল নাম ‘রবার্ট এলীন জিমারমেন’। ১৯৪১সালের ২৪শে মে তাআঁর জন্ম। তিনি একাধারে গায়ক, গান রচনাকারী, শিল্পী এবং লেখক। গান-বাজনা ও সংস্কৃতির জগতে পাঁচ দশকের বেশী সময় ধরে খুবই জনপ্রিয়। যত দিন যাচ্ছে ততই বলতে সব দেখেও বলতে বাধ্য হচ্ছি-‘আমি তো কিছুই দেখিনি’। তাই ডিলান খুবই প্রাসঙ্গিক। বব ডিলন এর গীতধর্মী কবিতা -"Blowin' in the Wind" এর ভাবানুবাদঃ বাতাসে ভেসে ভেসে কত পথ গেলে তবে একটা মানুষ মানুষ হয়? কত সাগরপাড়ি দিয়ে বালিতে শুয়ে পায়রাটা পায়রা হয়? আর কতবার কামানের গোলা উড়লে তা নিষিদ্ধ হয়? উত্তরটা বাতাসে ভেসে বেড়ায় বন্ধু, বাতাসে ভেসে বেড়ায়। সমুদ্রের তলে ডুবে যাওয়ার আগে একটা পর্বত কতদিন টিকে থাকে? স্বাধীন হওয়ার আগে মানুষেরদল কত দিন বেঁচে থাকে? কত দিনই বা তারা মাথা নাড়ায় যেন ‘দেখেনি কিছু’ বোঝাতে? উত্তরটা বাতাসে ভেসে বেড়ায় ওহে বন্ধু বন্ধু আমার উত্তরটা বাতাসে ভেসে বেড়ায়। মুক্ত আকাশটা দেখার আগে কতবার মাথা উঁচু করে তাকাবে জনতার ক্রন্দন শোনার আগে একটা মানুষের কয়টা কান থাকবে? আর কত মরা দেখে মানুষ বুঝবে বহু মানুষ মারা গেছে? উত্তরটা বাতাসে ভেসে বেড়ায় বন্ধু,উত্তরটা বাতাসে ভেসে বেড়ায়। |
Current Real News
7 years ago
No comments:
Post a Comment