Palah Biswas On Unique Identity No1.mpg

Unique Identity No2

Please send the LINK to your Addresslist and send me every update, event, development,documents and FEEDBACK . just mail to palashbiswaskl@gmail.com

Website templates

Zia clarifies his timing of declaration of independence

what mujib said

Jyothi Basu Is Dead

Unflinching Left firm on nuke deal

Jyoti Basu's Address on the Lok Sabha Elections 2009

Basu expresses shock over poll debacle

Jyoti Basu: The Pragmatist

Dr.BR Ambedkar

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin Babu and basanti Devi were living

"The Day India Burned"--A Documentary On Partition Part-1/9

Partition

Partition of India - refugees displaced by the partition

Saturday, January 14, 2012

Fwd: [** MAOIST_REVOLUTION **] [PBSP MUG Article] Comrade Charu Mazumder Said: Hate, stamp and smash centrism! [2 Attachments]



---------- Forwarded message ----------
From: Shovon Rahman <pbspmug@yahoo.com>
Date: 2012/1/12
Subject: [** MAOIST_REVOLUTION **] [PBSP MUG Article] Comrade Charu Mazumder Said: Hate, stamp and smash centrism! [2 Attachments]
To: MAOIST_REVOLUTION@yahoogroups.com, peoplesmarch@gmail.com, freespeech@bannedthought.net


 
[Attachment(s) from Shovon Rahman included below]

www.pbspmug.webs.com

Comrade Charu Mazumder Said: Hate, stamp and smash centrism!

 

Spring thunder over India. In spring, 1967, Comrade Charu Majumder initiated people's war in India. Then developed Mao Thought party CPI (ML). To develop party and people's war Charu Majumder had to fight revisionism, had to carry sharp struggle against centrism. He said:

"The struggle between the two lines is there within the Party and will continue to be there. We must oppose and defeat the incorrect line. But we must be on our guard against centrism. Centrism is a brand of revisionism - its worst form. In the past, revisionism was defeated again and again by revolutionary elements but centrism always seized the victories of the struggle and led the Party along the revisionist path. We must hate centrism. On the question of boycotting elections, Naggi Reddy said : "Yes we accept it but it should be restricted to a certain area at a certain period. We will participate in elections where there is no struggle." This is Naggy Reddy's line. This is centrism. We have fought against it and have thrown the Naggy Reddy's out of our organization. Regarding Soviet social - imperialism some say : " The Soviet leaders are revisionists. But how can they be imperialists ? Where is that development of monopoly capital ?" These are centrists. We have fought them and thrown them out of our Party. So the centrists raised the questions of trade unions and "working class based party" when armed clash is to be developed by relying on the peasantry. We fought Asit Sen and company on these lines and threw them out of the Party.

We must not only distinguish between the correct and incorrect line but also find out the centrist position and smash it.

Now the centrist attack is coming from inside the Party. On the question of using fire arms, the dependence on the petty-bourgeois intellectuals and the battle of annihilation, the Party is facing centrist atttacks…"

"….So the leaders of world revisionism are trying to contact the various groups which pay lip service to Chairman Mao and the C.P.C. and are trying to unite them to oppose the battle of annihilation of the class enemy. We refuse to unite with this groups because they are opposed to annihilation of the class enemy, to class struggle and so, are enemies of the people…."

[Written/Delivered: May 1970 in 1st congress of CPI (ML)
Source: The Collected Works of Charu Mazumdar
Published: Deshabrati Prakashani, publishing house of the Undivided C.P.I. (M-L)
Online Version: Charu Mazumdar Reference Archive, January 2005
Transcribed/HTML Markup: Basu Acharya and Mike B.]

 

So, there could be no revolutionary party in India without fighting against centrism.

Many will question class enemy annihilation.

Comrade Charu Majumder envisioned line of class enemy annihilation as a way to smash political and military authority of class enemies. To him it was war. Communists never liked to carry physical assassination nor do now. In course of war, class enemies itself carry its destruction.

Charu Majumder wanted to release the initiative of peasant masses.

Of course, revolutionaries will not build revolutionary war anywhere now by carrying class annihilation campaign as before. This is because, by the change of time, through shedding own blood, revolutionaries learned how to carry war more consolidated way, through less bloodshed than before and more controlled way. The annihilation line of comrade Charu Majumder had an influence over chairman Siraj Sikder too, but he, in the context of Bangladesh, creatively carried war in more controlled way and he said to minimize number of annihilation. Later on, Peru People's war led by Comrade Gonzallo more clearly manifested the comprehensiveness of people's war and how to smash political and military authority of class enemy in course of war.

Today, when struggle against centrism in international communist movement is at high peak, Indian communists are silent. It worries us. We want to learn from comrade charu Majumder who guided us: "Hate, stamp and smash centrism!"

 

Tarun

Proletarian Party of East Bengal (Maoist Unity Group) [Bangladesh]

11 January, 2012

 

কমরেড চারু মজুমদার বলেনঃ ঘৃণা করো, চূর্ণ করো মধ্যপন্থাকে!

ভারতের বুকে বসন্তের বজ্রনির্ঘোষ১৯৬৭ সালের বসন্তে ভারতে গণযুদ্ধের সূচনা করেন কমরেড চারু মজুমদারগড়ে ওঠে মাও চিন্তাধারার পার্টি সিপিআই (এমএল)এই পার্টি ও গণযুদ্ধ গড়ে তুলতে চারু মজুমদারকে লড়তে হয়েছিল সংশোধনবাদের বিরুদ্ধে, চালাতে হয়েছিল এক ক্ষুরধার সংগ্রাম মধ্যপন্থার বিরুদ্ধেতিনি বলেনঃ
"...
পার্টির মধ্যে দুই লাইনের লড়াই রয়েছে এবং থাকবেভুল লাইনগুলোর নিশ্চয়ই আমরা বিরোধিতা করবো এবং পরাজিত করবোকিন্তু আমাদের সতর্ক থাকতে হবে মধ্যপন্থার বিরুদ্ধেমধ্যপন্থা এক ধরণের সংশোধনবাদ, মধ্যপন্থা সংশোধনবাদের জঘন্যতম রূপঅতীতে সংশোধনবাদ বিপ্লবীদের হাতে বারবার পরাজিত হয়েছে এবং প্রতিবারই মধ্যপন্থা এই লড়াইয়ে জয়ের ফলকে কব্জা করেছে এবং পার্টিকে সংশোধনবাদের পথে নিয়ে গিয়েছেআমাদের ঘৃণা করতে হবে মধ্যপন্থাকে নির্বাচন বয়কটের প্রশ্নে নাগি রেড্ডি বলেছিল, 'হঁ্যা, আমরাও এটা মানি কিন্তু বয়কট বিশেষ বিশেষ েেত্র এবং বিশেষ সময়ে প্রজোয্যযেখানে কোনো লড়াই নেই, সেখানে আমরা নির্বাচনে অংশগ্রহণ করবো' এই হলো নাগি রেড্ডির লাইন, এই হলো মধ্যপন্থাআমরা এর বিরুদ্ধে লড়েছি এবং নাগি রেড্ডিকে আমাদের সংগঠন থেকে দূর করে দিয়েছিসোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ সম্পর্কে কেউ কেউ বলেছিল, 'সোভিয়েত নেতারা সংশোধনবাদী কিন্তু সাম্রাজ্যবাদী হবে কী করে? একচেটিয়া পুঁজির সে বিকাশ কোথায়?' এরা হচ্ছে মধ্যপন্থীতাদের বিরুদ্ধে আমরা লড়েছি এবং লড়ে আমাদের পার্টি থেকে তাদের বের করে দিয়েছিতখন মধ্যপন্থীরা তুললো ট্রেড ইউনিয়নের প্রশ্ন এবং যখন কৃষকের ওপর নিভর করে সশস্ত্র শ্রেণীসংগ্রাম গড়ে তুলতে হবে তখন আওয়াজ তুলল 'শ্রমিকশ্রেণী ভিত্তিক পার্টি'এইসব প্রশ্নে অসিত সেন কোম্পানীর সঙ্গে আমরা লড়েছি এবং তাদের পার্টি থেকে দূর করে দিয়েছিতাই আমাদের শুধু সঠিক ও বেঠিক লাইনের মধ্যে পার্থক্য দেখলেই চলবে না, মধ্যপন্থীর অবস্থানকেও আমাদের বার করতে হবে ও তাকে চূর্ণ করতে হবে
আজ মধ্যপন্থী আক্রমণ আসছে পার্টির ভেতর থেকে আসছে আগ্নেয়াস্ত্র ব্যবহারের প্রশ্নে, পেটি বুর্জোয়া বুদ্ধিজীবিদের ওপর নির্ভরশীলতার প্রশ্নে, খতম অভিযানের প্রশ্নেএইসব প্রশ্নে পার্টি মধ্যপন্থী আক্রমণের সম্মুখীনএ কথা বুঝতে হবে যে খতমের সংগ্রাম একযোগে একই সঙ্গে শ্রেণীসংগ্রামের উচ্চতর রূপ এবং গেরিলা যুদ্ধের সূচনা।..."
...
"...
তাই বিশ্ব সংশোধনবাদের নেতারা সেই সব বিচ্ছি্ন্ন গ্রুপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে যারা মুখে চেয়ারম্যান মাও, চীনের কমিউনিস্ট পার্টিকে মেনে নিয়ে আসলে, তাঁদের বিরোধিতা করছেএবং আমাদের শ্রেণীশত্রু খতমের অভিযানের বিরোধিতা করার জন্য ঐ সব গ্রুপের সঙ্গে ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছেএই গ্রুপগুলো যেহেতু শ্রেণীশত্রু খতমের বিরোধী, শ্রেণীসংগ্রামের বিরোধী, সেহেতু তারা জনগণের শত্রু, অতএব কিছুতেই আমরা তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে পারি না।..."
[
১৯৭০ সালে সিপিআই (এম-এল)-এর প্রথম কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির পক্ষে কমরেড চারু মজুমদারের মূল ইংরেজী ভাষণের 'দেশব্রতীতে প্রকাশিত অনুবাদরচনাকাল: ১৫-১৬মে, ১৯৭০, ২৫ জুন ১৯৭০, দেশব্রতী]

সুতরাং, মধ্যপন্থার বিরুদ্ধে লড়াই না চালিয়ে ভারতে বিপ্লবী পার্টি হতে পারতো না
অনেকেই শ্রেণীশত্রু খতম নিয়ে প্রশ্ন তুলবেন
কমরেড চারু মজুমদার শ্রেণী শত্রুর রাজনৈতিক ও সামরিক কতর্ৃত্ব ধ্বংস করার একটি উপায় হিসেবে শ্রেণী শত্রু খতম লাইনটিকে দেখেছেনতার কাছে এটা ছিল একটা যুদ্ধকমিউনিস্টরা কখনো দৈহিকভাবে নিধনের পক্ষপাতী ছিলেন না, এখনো ননযুদ্ধের প্রক্রিয়ায় শ্রেণীশত্রু নিজেই নিজের ধ্বংস ডেকে আনে
চারু মজুমদার কৃষকদের উদ্যোগ ও উসাহের দ্বার উন্মোচন করতে চেয়েছেন
অবশ্যই বিপ্লবীরা আগের মতো শ্রেণীশত্রু খতমের অভিযান চালিয়ে এখন কোথাও বিপ্লবী যুদ্ধ গড়ে তুলবেন নাকেননা সময়ের পরিবর্তনে অনেক রক্ত দিয়ে বিপ্লবীরা শিখেছেন কিভাবে যুদ্ধ আরো সুসংহতভাবে, আরো কম রক্তপাতের মধ্যদিয়ে, আরো নিয়ন্ত্রিতভাবে চালানো যায়সভাপতি সিরাজ সিকদারের ওপরও চারু মজুমদারের এই খতম লাইনের প্রভাব পড়েছিল, কিন্তু তিনি বাংলাদেশের প্রোপটে সৃজনশীলভাবে অধিকতর নিয়ন্ত্রিত যুদ্ধ পরিচালনা করেছিলেন, খতম কমানোর কথা বলেছেনপরবর্তীতে কমরেড গনসালোর নেতৃত্বে পেরুর গণযুদ্ধ আরো পরিষ্কারভাবে দেখিয়েছে গণযুদ্ধের সামগ্রিকতা, শ্রেণীশত্রুর রাজনৈতিক ও সামরিক কর্তৃত্বকে কীভাবে যুদ্ধের প্রক্রিয়ায় ধ্বংস করা যায়
আজকে যখন আন্তর্জাতিক কমিউনিস্ট আন্দোলনে মধ্যপন্থাবিরোধী সংগ্রাম তুঙ্গে তখন ভারতের কমিউনিস্টরা এ প্রশ্নে নীরবআমরা উদ্বিগ্ন না হয়ে পারিনাআমরা মহান কমরেড চারু মজুমদারের কাছ থেকে শিক্ষ নিতে চাই, যিনি আমাদেরকে দিশা দিয়েছেন ঃ "ঘৃণা করো, চূর্ণ করো মধ্যপন্থাকে।"

তরুণ
পূর্ববাংলার সর্বহারা পার্টি (মাওবাদী একতা গ্রুপ)
১১ জানুয়ারী, ২০১২

 

 

__._,_.___

Attachment(s) from Shovon Rahman

2 of 2 File(s)


--
Palash Biswas
Pl Read:
http://nandigramunited-banga.blogspot.com/

No comments:

Post a Comment